ধর্ম অনুভূতির নামে বন্ধ হলো রদেলা

রোদেলা (২০১৫) – বদ্বীপ (২০১৬) – শ্রাবণ (বইমেলা-২০১৭) …

রোদেলা যখন নিষিদ্ধ হয়- রোদেলা নিজেও লজ্জিত হয়ে তড়িঘড়ি করে সৈকত চৌধুরীর অনুবাদ গ্রন্থ ‘নবী মুহম্মদের ২৩ বছর’ বাজার থেকে গায়েব করে ফেলে- শাহবাগের প্রতিবাদ সমাবেশে হাজির হওয়া দূরের কথা। সেই প্রতিবাদ সমাবেশে গিয়ে দাঁড়ায় শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান আর সংহতি প্রকাশনীর ফিরোজ আহমেদ। পরের বছর বদ্বীপ নিষিদ্ধ হয়, গ্রেফতার করা হয় প্রকাশককে। যথারীতি প্রতিবাদ সমাবেশে কেবল পাওয়া যায় শ্রাবণ আর সংহতির প্রকাশককে।

এবারও তাই! বইমেলা থেকে শ্রাবণকে নিষিদ্ধ করার ঘটনায় ঘুরে ফিরে ফেসবুকে শ্রাবণ প্রকাশনার রবিন আহসান আর সংহতি প্রকাশনার ফিরোজ আহমেদকেই প্রতিবাদ করতে দেখি। শাহবাগের প্রতিবাদ সমাবেশেও তারা দুজন গিয়ে দাড়াবেন বোধ হয়। (দূর থেকে শুদ্ধস্বরের টুটুল ভাই আর ব-দ্বীপের মানিক ভাইয়ের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছু নাই) …

বাংলাদেশে কি আর কোন প্রকাশনা নাই? প্রকাশক নাই? তারা কি এরকম বোবা কালা হয়েই থাকবে?