লিখেছেন শেখ মিলন
৪.
একদিন কথায়-কথায় আম্মা কহিলেন:
– কাফের-মুরতাদ ছেলে কোথাকার, নামায পড়ে না, রোজা রাখে না… তোকে তো পায়ের স্যান্ডেল খুলে মারা উচিত!”
উত্তরে আমি হাসিয়া কহিলাম:
– মা গো, তুমি আমার অ্যাত্তো বড় সর্বনাশ করো না, হাদিসে আছে – মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তোমার পায়ের নিচে তো সর্বদা স্যান্ডেল জোড়াই থাকে, ওটাই বোধ হয় আমার বেহেস্ত। তো আমাকে মারতে গিয়ে যদি ঐ স্যান্ডেল মানে জান্নাত ছিঁড়িয়া যায়, তবে নিশ্চয় দোযখে হবে ঠাঁই…! “
৫.
জনৈক নাস্তিক বন্ধু একদিন ধর্ম সম্পর্কে তার মতামত জানিয়েছিলো। সে যা বলেছিলো, তার সারমর্ম এই:
প্রচলিত ধর্মসমূহ মানুষের পশ্চাৎদেশ হতে নির্গত বদবায়ুর ন্যায়। সকলের কাছেই নিজেরটা ঠিক আছে, কিন্তু নাক কুঁচকে বলে অপরেরটা পচা দুর্গন্ধ।
৬.
এক হিন্দু বন্ধুর সাথে আলাপের ফাঁকে শুধোলাম:
– তোমরা গরুর মাংস খাও না কেন?”
সে বললো:
– আমরা গরুর দুধ খাই, গরু আমাদের মা, তাই গোমাংস খাই না।
আমি শুধোলাম:
– তবে কি ষাঁড় তোমাদের আব্বা?