বাংলাদেশ ম্যাচ হারলেই কিছু গজিয়ে ওঠা ক্রিকেট বিশেষজ্ঞ দেখা যায়।
এই এই দোষ ছিল, এটা করলে ভাল হত, এই প্লেয়ারকে বাদ দেওয়া উচিত, ম্যানেজমেন্ট কিছু বোঝেনা, মাশরাফির ক্যাপ্টেন্সি ভাল না।
এমন একটা ভাব ওনাকে মাঠে নামিয়ে দিলে উনি সেঞ্চুরিসহ ১০ উইকেট নিয়ে আসতেন।
খবর নিলে জানা যাবে, জীবনে পাড়ার গলিতেও ক্রিকেট খেলে নাই।
সমালোচনা করা খুব সোজা, মাঠে যারা খেলে তারাই জানে, ১৬ কোটি মানুষের প্রত্যাশা নিয়ে খেলতে নামলে কত চাপ থাকে তাদের উপর।
কেউ হারতে চায় না, প্রতিটা ম্যাচে দেশের জন্য জীবন দিয়ে খেলে ওরা। সমালোচনা না করে সাহস দেই, যাতে পরের ম্যাচ আরো ভাল খেলে।
ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টীম, আমাদের স্বপ্ন দেখানোর জন্য।
আমরা করব জয় একদিন…