বুঝলাম শেখ সেলিম বিপদে আছে, তাঁর আদি পাপ হইলো তাঁর সেই রেকর্ডেড স্টেটমেন্ট। আপায় না হয় তারে কইছে- তুমার বঙ্গবন্ধুর প্রতি ঈমান দুর্বল। তুমারে আপাতত মন্ত্রীত্ব অফার করতে পারতেছি না। কিন্তু কথা সেইটা না… তাই বইলা হঠাৎ কইরা কুষ্টিয়ার গনবাহিনী ইনু ওভার দ্য নাইট বঙ্গবন্ধুর সৈনিক বইনা আওয়ামীলীগের ঝোল খাইতে থাকবে…?? এইটা কেমুন কথা? এইটা শেখ সেলিম কেনই বা মানবো?
ফলে শেখ সেলিম রে আমি সাপোর্ট করি, হি ইজ রাইট। কথা তো তিনি খারাপ কিছু ক’ন নাই।
এই যে আজ ইনু থাইক্যা শুরু কইরা তাহেরের ভাই, তাঁর বউ সহ গুষ্টি ধইরা যে আওয়ামীলীগের মাখন খাইতেছে, আর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কয়া কোৎ মারতেছে… এগুলা হইলো খুবই নিন্মমানের বাটপাড়ি। এইটা দালালীর কুনো জাতের মধ্যেই পড়েনা। যারা ৭০ এর দশকে বাংলাদেশের রাজনীতি দেখছে, তাঁরা সবাই জানে- জাসদ তাঁর জন্মের পর থিকা কখনই শেখ মুজিবকে তাঁর রাজনীতির বন্ধু বইলা মানে নাই… বঙ্গবন্ধু তো অনেক দূর কি বাত। এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামীলীগ যখন বৃহত্তর জোট বাঁধতেছে, জাসদের সাথে লীগের এক লগে একসুরে রাজনীতির সেইটাই প্রথম শুরু। এর আগে পর্যন্ত্য শেখ মুজিবকে এক ইঞ্চি জমিন না ছাড় দেওনই আছিল জাসদের রাজনীতি।
আজ কেউ যদি জাসদের এই সকল ভাই বেরাদরগনদের, এই সব সারা দেশে ছড়ায়া থাকা বৈজ্ঞানিক জাসদের সব বিপ্লবী লড়াকু কর্মীবাহিনীদের… ইদানিং যারা হঠাৎ কইরা বঙ্গবন্ধুর সৈনিক বনছেন… তাগোরে একটা ওপেন চ্যালেঞ্জ যদি দেওয়া হয়…। ভাইলোগ, আপনাগো ৩১ অক্টোবর ১৯৭২ তারিখে জাসদ গঠনের দিন থাইক্যা ১৫ আগষ্ট শেখ মুজিব মারা যাওয়ার দিন পর্যন্ত্য এই সময়ে, আপনাদের কোন নেতা সেইটা সিরাজুল আলম খান থিকা শুরু কইরা রব জলিল এমন কি তাহের পর্যন্ত্য… এরা কেউ কোনদিন বঙ্গবন্ধু শব্দটা উচ্চারন করছেন… এমন কোন প্রমাণ আপনারা দেখাইতে পারবেন? টপ টু বটম, জাসদের নেতা কর্মী সবার জন্য এইটা একটা ওপেন চ্যালেঞ্জ…।
শুনেন জাসদ ভাইয়েরা… আপনাগো বড় নেতা তাহের, সে তো জীবনে বঙ্গবন্ধু শব্দটাও উচ্চারন করে নাই, শেখ মুজিবের রাজনীতির বারোটা বাজানই ছিল তাহেরের রাজনীতির প্রধান এজেন্ডা। এইটা আপনাদের চাইতে ভাল আর কেউ জানে না। অথচ আজ আপনারা ফায়দা হাসিলের জন্য সেই মরা তাহেররে বাজারে তুলছেন… তাহেরের ভাই, তার লগে ইনু সবতে মিল্যা তাহেররে বেইচা খাইতেছেন।
এখন যে তোমরা কথায় কথায় ইন্ডিয়া ইন্ডিয়া বইলা চিক্কুর পারো, তাগোরে ত্যাল মাইরা, পা চাইটা, পারলে তারে বাপ ডাকো… তো সেই দিন তোমরা ভাইয়েরা মিল্যা তোমাগো বাপ ইন্ডিয়ার এ্যাম্বাসিতে জঙ্গি হামলা করতে গেছিলা ক্যান…? ক্যান ইন্ডিয়ার এ্যাম্বাসাডার সমর সেন কে হাইজ্যাক করতে গেছিলা…? আর আইজকা তুমরা এক লগে ভারতবন্ধু, বঙ্গবন্ধু… কি তামশা।
আজ হঠাৎ কইরা বঙ্গবন্ধু নামের ভিত্তরে এত্ত মধু, আপনারা ক্যামনে আবিস্কার কইরা ফেললেন জাসদের ভাইয়েরা। আপনাদের নেতা ইনু তাঁর ভোল বদলাইয়া, বয়া বয়া মাখন খাইবো, আর এইটা শেখ সেলিম কি চায়া চায়া দেখবো…?? সে তো কথা কইতেই পারে।